কনক বড়ুয়া:
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে করে ২৪ বোতল বিদেশী মদ ও ১৭৫ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
আটককৃত মাদক কারবারি হলেন, নাইক্ষ্যংছড়ি উত্তর ঘুমধুম এলাকার শামসুল আলমের ছেলে আব্দুল হাকিম (১৯)।
রোববার (১০ অক্টোবর) দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি আরো জানান, রোববার (১০ অক্টোবর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালী ব্রীজ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বিদেশী মদ ও বিয়ার বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় র্যাব-১৫ এর সদস্যরা। এসময় একজনকে মদ ও বিয়ারসহ আটক করা হয়।
আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post