আলাউদ্দিন সিকদার :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ৮ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উখিয়া থানা পুলিশের একটি চৌকস টিমের বিশেষ অভিযানে উপজেলার পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শফিউল্লাহ কাটা (১৬ নং রোহিঙ্গা ক্যাম্প) হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শফিউল্লাহ কাটা এলাকার সৈয়দুল আমিনের স্ত্রী মোছাঃ রশিদা বেগম (৪০)।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ।
Discussion about this post