এম.এ রাহাত, উখিয়া –
কক্সবাজার-টেকনাফ সড়কে দুর্ঘটনায় নিহত উখিয়ার এহসানের জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) আসরের নামাজের পর রাজাপালং তুতুরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নিহত এহসানের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৯ টার দিকে উখিয়ার রাজাপালংয়ের পালং গার্ডেন এর সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়। আহত একজন রাজা পালং তুতুরবিল এলাকার এহসানুল হক মিসেল (২৩) আরেকজন রাজাপালং উত্তর পুকুরিয়া এলাকার তারেক (২২)।
ঘটনাস্থল থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। শারিরীক অবস্থার অবনতি দেখে সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এহসানকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম নেয়ার পথে (রাত ২ঃ ৩০ মিনিটে) তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার পরিবার। চট্টগ্রাম মেডিকেলে পৌছালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Discussion about this post