নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে ২৫ হাজার জাল টাকাসহ এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার কোটবাজার মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম রফিকুল ইসলাম (২৬)। সে পশ্চিম রত্না এলাকার মৃত: কবির আহমদ এর ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ সনজুর মোরশেদ। তিনি জানান, আটক ব্যক্তির হেফাজতে থাকা নগদ বাংলাদেশী ২৫ হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
Discussion about this post