এম.এ রাহাত, উখিয়া –
কোরআনের সুরে প্রকম্পিত হবে উখিয়া উপজেলা। সুস্থ সংস্কৃতির বিকাশে ও মানুষকে অপসংস্কৃতি থেকে বেরিয়ে আনার লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় ‘জাতীয় ক্বেরাত সম্মেলন বাস্তবায়ন কমিটি’ উখিয়া উপজেলা শাখার আয়োজনে ৩য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ক্বেরাত সম্মেলন।
আগামী ২২ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৩ টায় উপজেলার কোর্ট বাজারের দক্ষিণ স্টেশন চত্বরে ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ ও উদ্বোধন করবেন রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী।
এছাড়া উপস্থিত থাকবেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নরুল আমিন চৌধুরী, রত্না পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ আলম ও পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান ক্বারী হিসেবে থাকবেন, স্বর্ণ পদক প্রাপ্ত বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী, বাংলাদেশের শাইখুল কুররা তথা প্রধান ক্বারী শাইখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী।
এতে প্রধান শিল্পী হিসেবে থাকবেন ইসলামী সুরের সম্রাট শিল্পী মশিউর রহমান। প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন বিশ্বজয়ী হাফেজ ক্বারী মোহাম্মদ যাকারিয়া ও ক্বারী আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও বিশেষ ক্বারী হিসেবে থাকবেন ভারতের অন্যতম ক্বারী মানজুর আহমদ, শ্রীলঙ্কার অন্যতম ক্বারী ইউসুফ জামিল ও শিশু ক্বারী লাবিদ সহ অসংখ্য ক্বারী।
অনুষ্ঠানে বিশেষ শিল্পী হিসেবে কবি রিয়াদ হায়দার, আনোয়ার হোসাইন, রিদুয়ানুল করিম ও তারেকুর রহমান উপস্থিত থাকবেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রাজাপালং এম.ইউ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.কে.এম আবুল হাসান আলী।
অনুষ্ঠান পরিচালনায় থাকবেন টাইপালং হামেদিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল করিম।
এ ব্যাপারে আয়োজক কমিটির উপদেষ্টা নুরুল হুদার সাথে যোগাযোগ করা হলে, আমন্ত্রিত সকল অতিথি, ক্বারী ও শিল্পীবৃন্দ উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানান।
Discussion about this post