নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়া উপজেলায় ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। শুক্রবার (২৭ আগস্ট) পালংখালী আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ এর মৃত নজির আহমদের ছেলে মোঃ আক্তার হোসেন (৩০), মৃত রশিদ আহমদের ছেলে মোঃ আব্দুস শুকুর (২৮) ও মোঃ ইলিয়াসের পুত্র মোঃ মাহমুদুল হক (২১)।
কক্সবাজারস্থ ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি আভিযানিক টহল দল আঞ্জুমানপাড়ার বিলের সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় তিন ব্যক্তি সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে সন্দেহজনক হিসেবে আটক করে। পরে তাদের শরীরে কৌশলে বাঁধা অবস্থায় লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯০ লাখ টাকা।
তিনি জানান, এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।
Discussion about this post