নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রাজাপালং ইউনিয়নের পূর্বশিলের ছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক তরুণের নাম মোঃ আব্দুল্লাহ আল নোমান ফয়সাল (১৯)। তিনি পালংখালী ইউনিয়নের থাইংখালী গৌজঘোনা এলাকার মোস্তাক আহমেদের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র্যাবের আভিযানিক দল পূর্ব শীলের ছড়ার বায়তুর রহমান মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক তরুণকে আটক করা হয়। পরে তল্লাশি করে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post