বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলার শাখার উদ্যোগে কেন্দ্রিয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে) বিকাল ৪ টায় উপজেলা ছাত্রলীগ নেতা জুলহাস উদ্দিন টিপু ও মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিল উত্তর পথসভা অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাম্প্রতিক কটাক্ষ করে কুরুচিপূর্ণ ও শিষ্টাচার বর্হিভূত বক্তব্যের প্রতিবাদে উক্ত বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।
উখিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মিছিলটি উখিয়া বাজারের বিভিন্ন সড়ক ও কক্সবাজার টেকনাফ সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে উখিয়া স্টেশন জামে মসজিদ মার্কেট চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদ, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি সদস্য সালাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নুরুল হক খান, উপজেলা তাতীলীগ সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, রাজাপালং ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি মোক্তার শেখ, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা নুর মোহাম্মদ শেখর, পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জুনায়েদ, সাধারণ সম্পাদক শহিদুল্লা কাইছার প্রমূখ।
Discussion about this post