প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়া কাশিয়ার বিল হিন্দু পাড়ার সার্বজনীন শ্রী শ্রী বিষ্ণু মন্দির ‘শারদীয় দুর্গোৎসব ২০২১এর কমিটি গঠন করা হয়েছে।
১৮ আগস্ট (বুধবার) রাত ৮ ঘটিকার সময় স্বর্গীয় হেমন্দ্র মহাজনের বাসভবনে সামাজিক এক বৈঠকে সকলের সর্বসম্মতিক্রমে শ্রীযুক্ত বাবু বলরাম চন্দ্র দে কে সভাপতি, শ্রীযুক্ত বাবু রুবেল চন্দ্র দে কে সাধারণ সম্পাদক ও শ্রীযুক্ত বাবু সাগর ঘোষ কে অর্থ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি দূর্গাপূজা উদযাপন কমিটি গঠিত হয়।
এতে সমাজের মুরব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন, ধীরেন্দ্র ঘোষ, জগবন্ধু দে, হরিপদ দে, বরুণ ঘোষ, হারাধন ঘোষ, পেঠান দে, রায় মোহন দে পাড়ার যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন, রিক্সন ঘোষ, রুবেল ঘোষ, মৃদুল দে, গোপাল ঘোষ, কমল দে, বিপুল দে, সুজিত দে, পিপলু দে, জাগ্রত কুমার দে অর্জুন শর্মা মান্না, সুমন দে, তরুণদের মধ্যে উপস্থিত ছিলেন বলরাম দে, রঞ্জন ঘোষ, মিন্টু দে, রুবেল দে, সাগর ঘোষ, যদু রাম ঘোষ, পার্থ মোহন ঘোষ, নিশান দে, আকাষ ঘোষ, প্রাইম ঘোষ, উৎসব দে, বাপ্পী শর্মা প্রমুখ।
নবগঠিত কমিটির সদস্যরা গতবারের ন্যায় এইবারও সুন্দর, সুশৃঙ্খল, সাবলীল এবং করোনা মহামারীতে সরকার নির্দেশিত সকল বিধিনিষেধ মেনে পূঁজা উদযাপনের জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Discussion about this post