উখিয়া প্রতিনিধি •
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার তিন সদস্যের প্রতিনিধি দল উখিয়া সফর করেছেন আজ ।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারে উপজেলার রত্নাপালং ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন প্রতিনিধি দল।
এসময় প্রতিনিধি দল ইউএনএফপিএ এবং ডব্লিউএফপি এর গণউন্নয়ন কেন্দ্র সংস্থার তত্বাবধানে পরিচালিত ‘উইমেন লিড কমিউনিটি সেন্টার’ পরিদর্শন করেন। পরে বিকেল ৫টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।
উখিয়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ নিজম উদ্দিন আহমেদ ও ওসি আহমেদ সনজুর মোরশেদ উপস্থিত ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার আগামীকাল রোববার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বলে সূত্রে জানা গেছে।
Discussion about this post