উম্মাদ ব্যথার প্রেম
ইসরাত জাহান ঝুম
তুমি আর আমি আলাদা
রোজ একরকম আবার অন্য মানুষ;
ঠিক সুবেহ সাদিকের সময় বৃক্ষ জেগে ওঠে প্রভুর তরে
তুমি নুয়ে পড়ো আমার চোখের দ্বারে।
ভোরের পাখির মতো কিচিরমিচির যুদ্ধ আসে
কখন যেন একে অন্যের রক্ত চুষি
বুকের উপর জমানো পালক ছিঁড়ে ছিঁড়ে পড়ে
উফফ এই উম্মাদ ব্যথার নাম বুঝি প্রেম!
Discussion about this post