উখিয়া সংবাদদাতা :
আসন্ন ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উখিয়া উপজেলার ০৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী আবারও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (১৭ অক্টোবর) দুপুরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তার মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কমিশন বরাবর জমা দেন তিনি।

হাজার হাজার সমর্থক নিয়ে থাইংখালী থেকে গাড়ি বহরে বেলা ১১টার দিকে উখিয়া উপজেলা পরিষদে যান তিনি। এ সময় তার সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন এম. গফুর উদ্দিন চৌধুরী। পরে মনোনয়নপত্র দাখিল শেষে বেলা ৩টার দিকে ফিরে পালংখালী ইউনিয়নবাসীর সাথে কৌশল বিনিময় করেন তিনি।

এ সময় অসংখ্য তরুণ, যুবক ও বৃদ্ধ বয়সের হাজার-হাজার সমর্থকেরা এম. গফুর উদ্দিন চৌধুরীকে নিয়ে মুখরিত শ্লোগানে উৎসবমুখর পরিবেশে পালংখালী ইউনিয়নে পৌঁছায়।
উল্লেখ্য, এম. গফুর উদ্দিন চৌধুরী দুই দুই বারের নির্বাচিত (বর্তমান) চেয়ারম্যান। তিনি রোহিঙ্গা অধ্যুষিত এলাকার স্থানীয় মানুষের অধিকার ও নিরাপত্তা নিয়ে সবসময় সোচ্চার। এছাড়া এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি সামাজিক, ধর্মীয় ও খেলাধুলা নিয়ে তরুণদের পাশে থাকেন সবসময়ই।
Discussion about this post