খেলা ডেস্ক :
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর ফেব্রুয়ারিতে দুটি টেস্ট খেলবে টাইগাররা।
এফটিপি অনুযায়ী সিরিজে ছিল তিনটি ম্যাচ। ক্যারিবীয়রা অবশ্য অনুরোধ করে কমিয়েছে একটি টেস্ট। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি। ১১ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
এই দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে এক চুলও ছাড় দিতে নারাজ মুমিনুল হক।
নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে বাজেভাবে হারলেও ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নিতে চান না মুমিনুল। বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ‘ওরা টানা হেরে এসেছে মানে এই না যে ওদের আপনি এখানে হারিয়ে দেবেন। ওদের সঙ্গে খেলতে হলে আপনাকে পুরো চেষ্টা নিয়েই খেলতে হবে। ইতিবাচক দিক একটাই, ওরা একটু হতাশ থাকবে। তবে এর মানে এই না যে ওদের আপনি ছেড়ে দেবেন।’
করোনাকালের ক্রিকেটে সফরকারী দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মত অভিজ্ঞতা নেই কারও। দীর্ঘদিন ধরে বায়োবাবলে আবদ্ধ থাকা ক্যারিবীয়রা মানসিকভাবে হয়তো ক্লান্তও থাকবে কিছুটা। মুমিনুল সম্ভব হলে এই সুবিধা কাজে লাগাতে চান।
তিনি বলেন, ‘ওরা এর আগে তিন-চারটা সিরিজ খেলেছে। জৈব সুরক্ষায় থেকেছে। মানসিকভাবে একটু পিছিয়ে থাকতে পারে। একটা টেস্ট সিরিজ হেরে আসছে, আসলে এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক।’
Discussion about this post