রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছেন ডিবি পুলিশের সদস্যরা। এসময় এক মাদককারবারীকে আটক করা হয়েছে।
৯ জানুয়ারি (শনিবার) সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার ঈদগড়ের রেনুর ছড়া নামক স্থানে জেলা ডিবি পুলিশ একটি দল সিএনজিকে থামিয়ে তল্লাশি চালিয়ে চালিয়ে প্রায় এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ইয়াবা পরিবহনের দায়ে ১ ব্যক্তিকে আটক করা হয়েছে।
কক্সবাজার জেলা সদর এসপি সার্কেল (ডিবি) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানে একটি নম্বর বিহীন সিএনজি থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে ও একজন ইয়াবাকারবারীকে আটক করা হয়েছে। আটক ইয়াবাকারবারী বান্দরবান জেলার রুমা উপজেলার আব্দুল হাফেজের পুত্র হাফেজ আহমদ (৩৫)। ইয়াবা পরিবহনকারী সিএনজিটি নাইক্ষ্যংছড়ির বাইশারী হতে ঈদগাঁহ যাচ্ছিল।
আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা হবে বলে জানিয়েছেন তিনি।
Discussion about this post