নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার পৌরসভার আলীর জাহালে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবাারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
২৩ জানুয়ারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সদর থানাধীন সাহিত্যিকা পল্লী পশ্চিম চৌধুরী পাড়াস্থ বড় কবরস্থান জামে মসজিদ সংলগ্ন রাস্তার উপর ৪৫ পিস ইয়াবাসহ এক খুচরা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আসামী মোঃ রাসেল (২৬) পিতা- আলী আহাম্মদ, সাং- আলীর জাহাল, ৬ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post