মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এক অভিযান চালিয়ে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ার ছড়ার ওসমানের স্ত্রী আমিনা খাতুন (৩৭) কে ৫০ পুরিয়া গাঁজা সহ গ্রেপ্তার করেছে।
ডিএনসি’র কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম বুধবার ২৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে গ্রেপ্তার করে।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজারের উপপরিদর্শক নাসরিন পারভীন রুমি তালুকদার বাদী হয়ে আটককৃত মাদককারবারী আমিনা খাতুনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ধৃত মাদককারবারী আমিনা খাতুনকে আদালতের মাধ্যমে জেল হাজতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে কক্সবাজার সদর মডেল থানা সুত্রে জানা গেছে।
Discussion about this post