নিজস্ব প্রতিবেদক :
দাবীকৃত চাঁদা না পেয়ে কক্সবাজার সদরের খুরুশকুল ডেইল পাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আমিনুল ইসলামকে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় শুক্রবার (১৫ জানুয়ারি) আমিনুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় আবু তালেব প্রকাশ হাবিক্কা, গিয়াস উদ্দিন, আরফাত ও ফকর উদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারা সবাই খুরুশকুলের বাসিন্দা।
লিখিত অভিযোগে জানা গেছে, গত সোমবার (১১ জানুয়ারি) আমিনুল ইসলামের বসত বাড়ি নির্মাণ করার সময় সকাল ১১ টার দিকে তার বাড়িতে গিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে সন্ত্রাসীরা। আমিনুল ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বসতভিটায় ঘর নির্মান কাজ বন্ধ করে দেওয়ার ও হুমকি দেন আবু তালেব ও তার সন্ত্রাসী বাহীনি।
টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গত বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনেটের সময় খুরুশকুল জালিয়া চড় থেকে আসার সময় কাউয়ার পাড়া বঙ্গবন্ধু বাজার নামক স্থানে পৌছালে আমিনুল ইসলামকে প্রকাশ্য আবু তালেব ও তার সন্ত্রাসী বাহীনি লোহার রড় ও ধারালো চুরি দিয়ে রক্তাক্ত ভাবে মারধর করে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
পরে তার পরিবার খবর পেয়ে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাথায় তিনটি সেলাই করেন।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ডিউটি অফিসার জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post