নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে পৃথক ২টি অভিযান চালিয়ে ৭ হাজার ৩ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১০ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক নির্দেশনায় ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম কক্সবাজার শহরের কলাতলী রোডস্থ জিয়া গেস্ট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রয়েল কোচ পরিবহন কাউন্টারের ভিতর হতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার খদ্দরপাড়ার সাইনবোর্ড এলাকার মৃত শফিকুল ইসলামের পুত্র মোঃ রফিকুল ইসলাম’কে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক নাসরিন পারভীন রুমি তালুকদার বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এছাড়া বুধবার ৩০ ডিসেম্বর অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া’র নেতৃত্বে অপর এক অভিযানে কক্সবাজার শহরের কলাতলী রোডস্থ সাংস্কৃতিক কেন্দ্রের সামনে হতে কক্সবাজার সদর উপজেলার পশ্চিম লারপাড়ার নজির আহমদের পুত্র মোঃ রিয়াজ (৩০) কে এক হাজার ৩শত পিস ইয়াবা টেবলেট সহ আটক করে। উক্ত ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ১০ (ক) ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
উভয় ইয়াবা কারবারীকে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে কক্সবাজার সদর মডেল থানা সুত্রে জানা গেছে।
Discussion about this post