মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলায় প্রথম করোনা টিকা নিয়েছেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী। রোববার ৭ ফেব্রুয়ারী সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রথমে ভিডিও কনফারেন্স ও পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী ৫৫ বছর উর্ধ্ব প্রবীণ নাগরিক ও জনপ্রতিনিধি হিসাবে আনুষ্ঠানিকভাবে করোনা প্রতিরোধক টিকা গ্রহন করেন।
অনুষ্ঠানে দ্বিতীয় ব্যক্তি হিসাবে টিকা নেন-কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, তৃতীয় ব্যক্তি হিসাবে টিকা নেন- সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ। এরপর একে একে সিভিল সার্জন ডা. মাহবুবর রহমান, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপার ডা. রফিক উস সালেহীন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার জেলা সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. আনোয়ারা, ডা. খায়রুন্নেছা মুন্নী, ডা. ইফফাত সানিয়া সহ প্রায় অর্ধ্বশত নাগরিক টিকা গ্রহন করেন। এর আগে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপার ডা. রফিক উস সালেহীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আরএমও ডা. নাওশেদ রিয়াদ ।
Discussion about this post