নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরে একটি ফিশিং বোট থেকে সাতটি বস্তাবর্তী ১৪ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারে জড়িত থাকার অপরাধে ২জনকে আটক করেছে।
আটককৃতরা হলো উত্তর নুনিয়ারছড়ার নজরুলের ছেলে মোহাম্মদ ফারুক ও তার সহযোগী বাবু।
মঙ্গলবার দুপুর ২টার দিকে চৌফলদন্ডী ব্রীজ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবার বড় চালানটি জব্দ করে।
কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি বোট থেকে ৭ বস্তা ইয়াবা উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ২৫ থেকে ৩০ কাট ইয়াবা রয়েছে। গণনা শেষে বিস্তারিত জানানো হবে।
Discussion about this post