বিশেষ প্রতিবেদক:
প্রতিবছরের মত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের সুগন্ধা পয়েন্ট থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটি শুরু হয়ে লাবনী পয়েন্টে পৌঁছে শেষ হয়।
‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’ এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে র্যালিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদারসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিশ্ব পর্যটন দিবসের এই কর্মসূচিতে টুয়াকসহ বিভিন্ন আবাসিক হোটেলের কর্মকর্তা, কর্মচারীরা পৃথক পৃথক ব্যানার ও পেস্টুন সহকারে অংশ গ্রহণ করেন।
Discussion about this post