স্ত্রীকে পরকিয়া থেকে ফিরাতে না পারে স্বামী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। কক্সবাজার শহরের পাহাড়তলীতে এই ঘটনা ঘটেছে। বিষপান করা হতভাগা যুবকের নাম ইমাম হোসেন সে শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকার আবুল হোসেন ও নুর বাহারের ছেলে। তার অবস্থা বর্তমানে খুবই আশংকান জনক বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।
জানা গেছে প্রেম করে প্রায় ২ বছর আগে বিয়ে হয় ইমাম হোসেন ও রামু উপজেলা পূর্ব ফতেখারকুল এলাকার ওমর আলীর মেয়ে জান্নাতুল বকেয়ার সাথে। এর মধ্যে তাদের ঘরে ১৩ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে। প্রায় বছর খানেক ধরে জান্নাতুল বকেয়া রোহিঙ্গা ক্যাম্পে ব্র্যাক স্কুলের চাকরী করছে এর পর থেকে তাদের এক সহকর্মীর সাথে পরকিয়া আসক্ত হয়ে পড়ে জান্নাতুল বকেয়া।
ইমাম হোসেনের বড় ভাই সাদ্দাম হোসেন বলেন, ছোট ভাইয়ের স্ত্রীর পরকিয়ার বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়াবিবাদ লেগে থাকতো। আমার মা বাবাও তাদের সন্তানের দিকে চেয়ে সংসার সুখের জন্য সাধ্যমত চেষ্টা করে কিন্তু তার স্ত্রী অনেক বেপরোয়া হয়ে পড়েছে। এমনকি ভাইকে ডিবোর্স দিয়ে কাবিনের বকেয়া টাকা নিয়ে পরকিয়া প্রেমিক কে বিয়ে করবে বলে তার স্বামীকে জানায়।
এতে আমার ভাই খুব মর্মাহত হয়ে ২ নভেম্বর রাত ১১ টার দিকে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে আমরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তাররা অবস্থা সংকটময় বলে চট্টগ্রামে রেফার করেছিল।
কিন্তু আমরা এতই গরীব মানুষযে গাড়ি ভাড়াও নাই সেটা বুঝিয়ে বললে পরে এখানে চিকিৎসা করছে। এখন ভাইয়ের অবস্থা খুবই খারাপ বলে জানিয়েছেন ডাক্তাররা। এদিকে স্বামী বিষপানের পরে স্ত্রী জান্নাতুল বকেয়া বাবার বাড়ি রামু ফতেখারকুলে চলে গেছে বলে জানা গেছে।
Discussion about this post