কক্সবাজারের কলাতলীকে একটি আবাসিক হোটেলে শফিক আহমেদ (৪০) নামে এক দুবাই প্রবাসীকে অপহরণ করে ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। এসময় অস্ত্রধারী অপহরণ চক্রের সদস্যরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজারের কলাতলীর ওয়ার্ল্ড বিচ রিসোর্টে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শফিক আহমদ বলেন, মঙ্গলবার সকালে আমি আমার দোকানের জন্য কিছু মালামাল কিনতে কক্সবাজারে আসি। হঠাৎ আমার সঙ্গে দুবাই থাকাকালে পরিচিত রাসেল নামে এক যুবকের সঙ্গে দেখা হয়। রাসেল আমাকে তার স্ত্রীর সঙ্গে পরিচয় করে দেওয়ার কথা বলে কলাতলী মোড়ের প্রধান সড়কের পাশে ওয়ার্ল্ড বিচ রিসোর্টের ৮২৩ নং ফ্ল্যাটে নিয়ে যায়। আমি রুমে ডুকামাত্র বাহির থেকে তালাবদ্ধ করে দেন।
এ সময় সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা ৫-৬ জন অস্ত্রধারী যুবক কিছু বুঝে ওঠার আগেই আমাকে বেদম মারধর শুরু করে। একপর্যায়ে তারা অস্ত্রের মুখে জিম্মি করে আমার কাছ থেকে এক লাখ ৯৩ হাজার টাকা আদায় করে। পরে এ ঘটনা কাউকে না জানাতে আমার বিবস্ত্র ছবি ধারণ করে সাদা কাগজে স্বাক্ষর নেয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে আমার নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
সরেজমিনে ঘুরে ওয়ার্ল্ড বিচ রিসোর্টে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে জানা যায় প্রবাসী শফিক আহমদকে রুমে নিয়ে যেতে দেখা যায়। খোরশেদ নামে এক কেয়ারটেকার ফ্ল্যাটটি মালিক আজমগীরের কাছ থেকে ভাড়া নেয়। খোরশেদ ও রাসেলের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়। ঘটনার পর থেকে লাপাত্তা কেয়ারটেকার খোরশেদ। খোরশেদ সদর উপজেলার ভারুয়াখালী চোচুলা মুরা এলাকার রাহামত ছালামের ছেলে।
ফ্ল্যাট মালিক আজমগীর জানান, আমার কাছ থেকে কেয়ারটেকার খোরশেদ ফ্ল্যাটটি ভাড়া নেয়। ঘটনার পর তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার খোঁজ নেওয়া হচ্ছে।
ওয়ার্ল্ড বিচ রিসোর্টের ল্যান্ড ওনার্স ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক শাহীনুল ইসলাম ও ল্যান্ড মালিক অ্যাডভোকেট আশরাফুল আলম বলেন, এখানে কিছু ফ্ল্যাট বিভিন্ন অপরাধী নিয়ন্ত্রণ করছে। যার কারণে এমন ঘটনা ঘটছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমরা খোঁজখবর নিচ্ছি। জড়িতদের ধরতে তৎপরতা অব্যাহত আছে।
স্থানীয়রা জানান, কলাতলীর ওয়ার্ল্ড বিচ রিসোর্টটি বহুল বিতর্কিত। এখানে জমি মালিক ও ডেভেলপার কোম্পানির মধ্যে বিরোধ চলছে।
Discussion about this post