নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শহরের কলাতলী থেকে আত্মসাৎকৃত ১৪ টি স্মার্ট মোবাইল সহ একজনকে আটক করা হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে পাহাড়তলি এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি চৌকষ টিম অভিযান চালায়।
অভিযানে সাতঘরিয়া পাড়া এলাকার রমিজ আহমদ এর ছেলে তৈয়ব হাসান (১৯)কে আটক করা হয়।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি কলাতলী মোড় হইতে উক্ত আসামী ১৪ টি Vivo ব্রান্ডের স্মার্টফোন আত্মসাৎ করে।যা সেবা টেলিকমের স্বত্তাধীকারি দেলোয়ার এর আমদানিকৃত ব্রান্ড মোবাইল।
এই বিষয়ে গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী জানান, অভিযোগ পাওয়ার পর থেকে মোবাইল ফোন উদ্ধারের কাজ শুরু করা হয় । যা গোয়েন্দা পুলিশের চৌকস টিমের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Discussion about this post