নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার কলাতলী ডলফিন চত্বরে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় ২ জনের মৃত্যু ও অন্তত ১০ জন গুরুতর হয়েছে।
নিহতরা হলেন, কলাতলী দক্ষিণ আদর্শ গ্রামের মোহনা বেগম (৭০) ও ঢাকা উত্তরার শাহাদাত হোসেন বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
৬ মার্চ (শনিবার) রাত সাড়ে ১১টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছুটে আসা কক্সবাজারমূখী একটি সিমেন্ট বোঝাই ট্রাক কলাতলী ডলফিন চত্বরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে তুলে দেয়। ট্রাকটির চাপায় ধুমড়ে মুচড়ে যায় ২টি ভাসমান দোকান, ২টি সিএনজি ১টি টমটম ও ১ নোয়া। এসময় ২ জনের মৃত্যু ও অন্তত ১০ জন গুরুতর আহত হয়।
ঘটনাস্থল থেকে মূমুর্ষু অবস্থায় নারীসহ ২জন কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই ঔ দুইজনের মৃত্যু হয়। ট্রাকের নিচ থেকে ৩ জন ও রাস্তার পার্শ্বে পড়ে থাকা আহতদের উদ্ধার করে হাসতাপালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।
খবর পেয়ে পৌর মেয়র মুজিবুর রহমান, সাংসদ আশেক উল্লাহ রফিক ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ঘটনাস্থলে যান।
সাংসদ আশেক উল্লাহ রফিক মর্মান্তিক এঘটনায় দুঃখ প্রকাশ করেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে জানিয়েছেন। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
Discussion about this post