বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বিশাল ছাত্র সমাবেশ আগামী শুক্রবার (১৪অক্টোবর) কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হবে। উক্ত ছাত্র সমাবেশে যোগ দিবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
মঙ্গলবার (১১অক্টোবর) রাতে কক্সবাজার জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূচি অনুযায়ী আগামী ১৪ অক্টোবর শুক্রবার বিকেল ৩ টায় কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে এই ছাত্র সমাবেশ উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত ছাত্র সমাবেশ সফল করার জন্য জেলা ছাত্রলীগের আওতাধীন প্রত্যেক উপজেলা, কলেজ, বিশ্ববিদ্যালয়, পৌর ও ইউনিয়ন শাখাসহ সকল ইউনিটের নেতৃবৃন্দদের স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান।
বিজ্ঞপ্তিতে তারা জানান কক্সবাজারের ইতিহাসে স্বরণকালের সবচেয়ে বড় ছাত্র গণজমায়েত করার লক্ষ্যে মাঠে কাজ করা হচ্ছে। তাই সকল নেতাকর্মীদের সাথে নিয়ে কর্মসূচি সফল করার জন্য অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাকর্মীদের সহযোগীতা কামনা করেছেন।
Discussion about this post