শফিক আজাদ :
কক্সবাজারের উখিয়ায় সেন্টমার্টিন সার্ভিসের সাথে টমটম গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন মারা গেছে। এতে আরো ২ জন গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জাফর আহমেদ (৩২)ও নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনির আহমদ (৩০)।
মঙ্গলবাব (১২ জানুয়ারী) সকাল সাড়ে ৬ টার দিকে উখিয়ার কাস্টমস টিভি টাওয়ার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
বালুখালীস্থ শাহপুরীরদ্বীপ হাইওয়ের পু্লিশ ফাঁড়ির পরিদর্শক মারুফ রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে টেকনাফমুখী সেন্টমার্টিন সার্ভিসের সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষে ২জন টমটমের যাত্রী মারাযায়। এতে আরো ২জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক গাড়ীটি জব্দ করা হয়েছে৷ লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Discussion about this post