অর্ণব মল্লিক, কাপ্তাই –
কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৩ টি সিআর বন মামলার ও ১ টি জিআর সাজাসহ মোট ৭ বছরের সাজাপ্রাপ্ত সর্বমোট ১৫ টি গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামি মোঃ সোহেল (২৬) কে আটক করা হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) আটককৃত আসামি কাপ্তাই হতে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশী করে বড়ইছড়ি এলাকা হতে তাকে আটক করা হয়। আটককৃত আসামি কাপ্তাইের আফসারের টিলা নামক এলাকার বাসিন্দা মোঃ শাহাদাত হোসেন এর ছেলে।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, তাঁর নেতৃত্বে কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আতিকুল ইসলাম, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) পীযূষ কান্তি দাস এবং কাপ্তাই থানার এসআই (নিঃ) কাজী গোলাম মহিউদ্দিন সহ সঙ্গীয় এএসআই ও ফোর্সসহ উক্ত অভিযান পরিচালনা করে ১৫ টি গ্রেফতারি পরোয়ানা ভুক্ত এবং ৭বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহেলকে আটক করতে সক্ষম হোন।
Discussion about this post