আগামী ১৫ জুন রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এই ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভোটাররা কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করতে হবে সেই বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাচন অফিস আয়োজন করা হয়েছে মক ভোটিংয়ের।
সোমবার (১৩ জুন) সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ইউনিয়নের ৯টি কেন্দ্রে এই মক ভোট অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার।
এদিকে ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মক ভোটিংয়ে অংশ গ্রহণ করেছেন। এইসময় ভোটগণনাকারী কর্মকর্তারা ভোটারদেরকে ইভিএমে ভোট প্রদান সম্পর্কে অবহিত ও সচেতন করেন।
বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মক ভোটিংয়ে অংশ নিতে আসা সাদ্দাম, প্রদীপ, রাশেদ জানান, ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান অতি সহজ। বুজিয়ে দিলে যে কেউ ইভিএম পদ্ধতিতে সহজেই ভোট দিতে পারবেন।
Discussion about this post