কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ বুধবার (১১ আগষ্ট) রাতে রেশম বাগান এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে।
আটক আসামির নাম মোঃ আবছার (২৮)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী ইউনিয়নের মৃত আমির হামজার ছেলে।
কাপ্তাই থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ
মোঃ নাসির উদ্দীনের দিক-নির্দেশনায় এসআই রাকিবুল হাসান এবং সঙ্গীয় অফিসার এএসআই আজাদ হোসেন, এএসআই সাখাওয়াত হোসেন, এএসআই লিমন মিয়া, এএসআই জাহেদুল ইসলাম ও ফোর্সসহ কাপ্তাই থানাধীন রেশম বাগান এলাকা থেকে অভিযান পরিচালনা ১৩পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
এদিকে, বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালে নিয়মিত মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Discussion about this post