অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি –
কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১৯৯৯ সালের বন মামলায় ০৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি অংশু প্রু মার্মাকে (৪১) রবিবার (২৪ জুন) সকালে কাপ্তাই উপজেলার দুর্গম রাম পাহাড় হতে আটক করা হয়েছে। আটককৃত আসামি কাপ্তাইের শিলছড়ি এলাকার ছালা প্রু মার্মার ছেলে।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, তিনি এবং তাঁর সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ১৯৯৯ সালের বন মামলার ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি অংশু প্রু মার্মাকে আটক করতে সক্ষম হন। আটককৃত আসামি দীর্ঘ ২২ বছর পলাতক ছিলো।
Discussion about this post