রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই পুলিশ ফাঁড়ির ১ম অর্ধবার্ষিক পরিদর্শন করেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব।
সোমবার তিনি ফাঁড়ি পরিদর্শনে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহিনুর রহমান।
এসময় ফাঁড়ির চৌকস পুলিশ দল সার্কেল অফিসারের আগমনে গার্ড অব অনার প্রদান করেন।
পরে অতিরিক্ত পুলিশ সুপার ফাঁড়িতে স্থাপিত মালখানা, অস্ত্রাগার, ফুলবাগান, ফাঁড়ি এলাকা ঘুরে দেখেন, ফাঁড়িতে উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন এবং তাদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সহিত পালনের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
Discussion about this post