কক্সবাজার প্রতিনিধি:
কিশোর-কিশোরীর শরীরিক পরিবর্তনের পাশাপাশি চিন্তা-ভাবনাতেও ঘটে ব্যাপক পরিবর্তন। ওই সময় বিষন্নতা-হতাশা-উদ্বেগসহ ভুল পথে যাওয়ার আশংকা থাকে। একইভাবে গর্ভবতী নারীদেরও শারীরিক পরিবর্তনের সাথে ঘটে মানসিক পরিবর্তন।
ওই সময় সঠিক সেবা না পেলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে মাতৃস্বাস্থ্য। ঘটে মাতৃ মৃত্যুর মত ঘটনা। জনস্বাস্থ্য রক্ষায় এই দুই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রত্যন্ত অঞ্চলেও কাজ করছে সরকার।
তার’ই অংশ হিসেবে কক্সবাজারের ৭১টি ইউনিয়ন ও ৪ টি পৌরসভায় মাতৃস্বাস্থ্য, কিশোর-কিশোরী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা গ্রহীতার হার লক্ষ্যে সরকারের সাথে কাজ করছে ‘হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্প’।
তারা কিশোর-কিশোরীর শারীরিক মানসিক পরিবর্তন ও নারীদের গর্বকালীন চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাউন্সেলিং করছে।
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ‘মা ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে ছিল গর্ভবতী নারীদের চিকিৎসা সেবার কর্ণার, কিশোর-কিশোরীদের সেবা ও কাউন্সেলিং কর্ণার, জেন্ডার বেইজ ভায়োলেন্স কর্ণার, গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টিগুনাগুন বিষয়ক কর্ণার, রক্তদান কর্ণার, যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্ণার।
এছাড়া কিশোর-কিশোরী ও নারীদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি নাটক ও লোকগানের আয়োজন করা হয়। যেখানে শিল্পীরা নাটক ও লোকগানের মাধ্যমে সচেতন করা হয়।
এই আয়োজনে এতে বিনা মূল্যে সেবা নিতে আসা রাবেয়া খাতুন নামে গর্ভবর্তী এক নারী জানান, এখানে এসে ফ্রি’তে চিকিৎসা পাচ্ছেন। ওষধু পেয়েছেন। অনেক ভুলের সহজ সমাধান পেয়েছেন। গর্ভকালিন সময়ে কি করতে হবে আর কি করতে হবেনা তার পরিষ্কার ধারণা পেয়েছেন। যার মাধ্যমে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। যা তিনি আগে জানতেননা।
দশম শ্রেণীর কিশোর বিল্পব কান্তি জানায়, কিশোর কি, বয়ঃসন্ধীকাল কি, এসব বিষয় আমাদের জীবনে কি পরিবর্তন আনে তা জানতে পেরেছি। এছাড়া এই সময় শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়ও জানতে পেরেছি। কিশোর কালে সুন্দরভাবে জীবন যাপনের সঠিক দিক-নির্দেশনা পেয়েছে।
নবম শ্রেনীর ছাত্রী কিশোরী সাইমা সাদিয়া জানান, বয়ঃসন্ধী কাল নিয়ে অনেক কিছু অজানা ছিল। যা এখানে এসে জানতে পেরেছি। এছাড়া ১৮ বছরের নীচে কোন বিবাহ করার বিষয়ে পরিষ্কার ধারনা পেয়েছি। এছাড়া এখানে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা গেছে যা আগে জানা ছিলনা।
আয়োজকদের মধ্যে পিএইচডি’র ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ কামরুল হাসান জানান, ‘হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের আওতায় জেলার ৭১ টি ইউনিয়ন ও ৪ টি পৌরসভায় মাতৃস্বাস্থ্য, কিশোর-কিশোরী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা গ্রহীতার হার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মা’দের নিরাপদ ডেলিভারী ও কিশোর-কিশোরীদের কাউন্সিলিং ও স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। স্কুল থেকে ঝরে পড়া কিশোর-কিশোরীদের প্রাধান্য রয়েছে বেশি। জোর দেওয়া হচ্ছে হচ্ছে বাল্যবিবাহ বন্ধে। এই সংস্থা সরকারের সাথে যৌথভাবে এসডিজি লক্ষমাত্রা পূরর্ণে কাজ করছে।
কার্যক্রম পরিদর্শনে আসা কক্সবাজার মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইয়াছিন জানান, শহরের তুলনায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিশোর-কিশোরী এবং মায়েদের স্বাস্থ্য ও মানসিক সেবা অনেকটা পিছিয়ে থাকে।
সেই ক্ষেত্রে এই সেবা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সুস্থ্য-সুন্দর জীবন পাবে কিশোর-কিশোরী ও গর্ভবর্তী নারীরা।
কিশোর-কিশোরী ও মা’ সমাবেশ পরিদর্শন করেন ইউএনএফপিএ ডাঃ রগু, এসআরএইচআর এর ডাঃ হাসান, জিবিভি’র কর্মকর্তা নাবিলা নাজিম।
এই সমাবেশর আয়োজন করে পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)। এর সার্বিক সহযোগিতা করেন মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা।
কিশোর-কিশোরীর মানসিকতা ও মাতৃস্বাস্থ্য ঠিক রাখতে চিকিৎসার পাশাপাশি সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন সচেতন মহল।
Discussion about this post