নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার কুতুপালং চৌধুরী ফিলিং স্টেশন সংলগ্ন স্থান থেকে দুর্ঘটনায় গুরুতর জখমী অনুমান ১২/১৩ বছরের একটি ছেলে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যার দিকে এক রিক্সা চালক উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান বলে উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে পুলিশের এএসআই মতিউর রহমান জানিয়েছেন।
মতিউর জানান, গত রাত ১১ টার দিকে আমরা খবর পাই। ছেলেটি কোন সময়, কি গাড়ীতে দুর্ঘটনায় পতিত হল কেউ জানাতে পারেনি। স্থানীয় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেও কেউ চিনছেনা বা সন্ধান দিতে পারছেনা। ছেলেটির জ্ঞান ফেরেনি।তাই তার সঠিক নাম, ঠিকানা বলা যাচ্ছেনা।
কেউ সন্ধান দিয়ে গুরুতর জখমী ছেলেটির পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেছেন হাইওয়ে পুলিশ।
Discussion about this post