কুতুবদিয়া সংবাদদাতা:
কক্সবাজারের কুতুবদিয়ায় চলতি বছরের দশ মাসে পানিতে ডুবে অন্তত ৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি মাসের ১০ দিনে ৫ জনের মৃত্যু হয়। মারা যাওয়া শিশুদের বয়স এক থেকে পাঁচ বছরের মধ্যে।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
সর্বশেষ রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলার সদর বড়ঘোপের আরব সিকদার পাড়া গ্রামে পানিতে ডুবে নুরশাত নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নুরশাত বড়ঘোপ ইউনিয়নের আরব সিকদার পাড়া গ্রামের বাদশা মিয়ার মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকালে নুরশাত বাড়ীর উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজাখুঁজি শুরু করেন।
সকাল ৮ টার দিকে বাড়ীর সামনে পুকুরে স্থানীয়রা নুরশাতকে উদ্ধার করেন। পরে তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Discussion about this post