কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহম্মেদ বলেছেন, পদে পদে বাধা অতিক্রম করে কক্সবাজারকে উন্নয়ন করা হচ্ছে। কক্সবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী অত্যান্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজার শহরের উন্নয়নের জন্য অনেক কিছু এখন দৃশ্যমান হয়েছে। তিনি বলেন, কক্সবাজারের খুরুশকুলকে স্মার্টসিটি করা হবে। সেখানে বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতি মধ্যে উন্নয়ন কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।
৭জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখা কতৃক শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহম্মেদ বলেন, যথ বাধা আসুক উদেশ্য মহৎ থাকলে যে কোন কাজে সফল হওয়া যায়।
শহরের লাল দিঘির পাড়ের মসজিদ ও দলের অফিস সরানো নিয়ে অনেকের চ্যালেঞ্জ নিতে হয়েছিল। কিন্তু উভয়কে পুর্ন:বাসনের মধ্যে দিয়ে সে চ্যালেঞ্জ ভেঙ্গে উন্নয়ন যাত্রা অব্যহত রেখেছি।
অবসরপ্রাপ্ত কর্মচারিদের উদেশ্যে তিনি বলেন, কখনো হতাশ হতে নেই, যে কাজ শুরু করবেন, সে কাজের পিচনে গন্ত্যেবে না পৌছাঁনো পর্যন্ত লেগে থাকতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে।
কউক চেয়ারম্যান নিজকেও একজন অবসরপ্রাপ্ত কর্মচারি বলে উল্লেখ করে বলেন, আগামিতে তিনি অবসরপ্রাপ্ত কর্মচারিদের স্থায়ী অফিসসহ সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।
মোহাম্মদ তৈয়বের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ ছানা উল্লাহ, প্রফেসর আক্তরুল আলম, প্রফেসর আনোয়ারুল হক প্রমুখ।
Discussion about this post