নিজস্ব প্রতিবেদক :
উখিয়ায় ‘কুতুপালং এমএসএফ হাসপাতালে শুয়ে আছে গুরুতর আহত অজ্ঞাত শিশু, কেউ চিনলে সন্ধান দিন’ শিরোনামে একটি সংবাদ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হলে মালয়েশিয়া থেকে এক ব্যক্তি ফোন করেন একটি নিউজ পোর্টালের সম্পাদককে।
জানতে চান বর্তমানে শিশুটি কোথায় আছে? এদিক থেকে তার পরিচয় জানতে চাইলে সে কান্না জড়িত কণ্ঠে বলেন, বাড়ী নাইক্ষ্যংছড়ির উপজেলার চাকঢালায়। তার নাম ছৈয়দ কাশেম। সে আহত ছেলেটির পিতা। তিনি বলেন, আমার ছেলে হেফজখানা থেকে গত এক মাস পূর্বে পালিয়ে যায়, অনেক জায়গায় খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরিশেষে গণমাধ্যমে সংবাদ দেখে নিশ্চিত হতে পারি এটি আমার ছেলে।
খবর পেয়ে বাড়ীর লোকজন বৃহস্পতিবার সকালে উখিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে সে জানায়। এসময় সে তার ছেলেকে যারা হাসপাতালে নিয়ে গেছেন এবং নিউজ প্রকাশ করা সব অনলাইন পোর্টালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে উখিয়ার কুতুপালং চৌধুরী ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে দুর্ঘটনায় গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেও কেউ তাকে চিনছেনা বা সন্ধান দিতে পারেনি। আর ছেলেটি অজ্ঞান হওয়ার কারনে কথা বলে পরিচয় জানা সম্ভব হয়নি।
Discussion about this post