বিশেষ প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে স্বতন্ত্র পদপ্রার্থীর ফরম জমাদিয়েছেন কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উখিয়া-টেকনাফ আসন থেকে তিনি নিজেই স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমাদেন।
মনোনয়ন পত্র জমাদান শেষে বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনপ্রিয় যুবনেতা সোহেল আহমদ বাহাদুর।
প্রতিবেদককে তিনি বলেন, উখিয়া-টেকনাফের গণমানুষের চাপের মুখে আমি মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা প্রদান করেছি। মাদক অধ্যুষিত এলাকা হিসেবে খ্যাত এ আসনটিতে একজন গ্রহণযোগ্য মানুষের সংকট তৈরী হয়েছে। তাই আমি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছি। আমি এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছি। মানুষ আমাকে ভোট দিবে আমি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংসদে প্রতিনিধিত্ব করব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়তে চেয়েছিলেন জেলা যুব লীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর। কিন্তু সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ম্যাজিকের কারনে নৌকার টিকিট ভাগ্যে জোটেনি তাঁর। মনোনয়ন না পেয়ে বাহাদুর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার এবং মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাও দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই নির্বাচনে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবেন।
কক্সবাজার-৪ আসন থেকে নৌকার টিকিট পেয়েছেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী ও বর্তমান এমপি শাহিন আক্তার। আসনটি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১৭ জন নেতা।
সোহেল আহমদ বাহাদুর সাবেক এমএনএন এডভোকেট নুর আহমেদ এর পুত্র ও কক্সবাজার জেলা যুব লীগের সাবেক সভাপতি। তিনি টেকনাফ উপজেলার বাসিন্দা।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শাহিনা আক্তার ছাড়াও স্বতন্ত্রপ্রার্থীসহ ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদিয়েছেন।
জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর ছাড়াও যারা মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদিয়েছেন, তারা হলেন- বাংলাদেশ জাতীয় পার্টি থেকে অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্রো, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন থেকে তাহা ইয়াহিয়া, ন্যাশনাল পিপলস্ পার্টি থেকে ফরিদ আলম ও স্বতন্ত্র থেকে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির পুত্র দাবীদার মো: ইসহাক।
Discussion about this post