সংবাদদাতা •
নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ কোটি সাড়ে ৭৭ লাখ টাকা মূল্যের ৯২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।এসময় ইয়াবা বহনের দায়ে একটি সিএনজি গাড়ী জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ঘুমধুমের বেতবনিয়া বাজারের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা কালে এসব ইয়াবা উদ্ধার এবং সিএনজিসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের পিটিআই স্কুল এলাকার মৃত দুনু মিয়ার ছেলে মন্জুর আলম(৩২) ও কক্সবাজার জেলার উখিয়ার রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল এলাকার আলী আহমদের ছেলে নুরুল আলম(২৯)।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।
Discussion about this post