মোঃ শাহীন, নাইক্ষ্যংছড়ি •
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযানের ৮৯ হাজার ৬ শত পিস ইয়াবা উদ্ধার ও প্রাইভেট কার চট্ট-মেট্টো গ-১২-৪৭৬১ সহ এক মাদক কারবারীকে আটক করেছে।
আটককৃত আব্দুর রহিম (৫৭) কক্সবাজারের ঈদগাহ থানার ইসলাম পুর ইউনিয়নের ছৈয়দ হোসেনের ছেলে।
শুক্রবার (২৭ আগষ্ট)ভোরে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ, আলমগীর হোসেন এর দিকনির্দেশনায় ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মোঃ আল-আমিন,এএসআই অলি উল্লাহসহ পুলিশের একটি বিশেষ টিম নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন।
ঘুমধুম পুলিশের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি প্রাইভেট কার, ইয়াবাসহ কুখ্যাত এ মাদক কারবারীকে আটক করতে সক্ষম হন পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার অানুমানিক মূল্য ২ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ, আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক এ অভিযান চলমান থাকবে।
Discussion about this post