সংবাদ বিজ্ঞপ্তি:
পেশাদার সংবাদকর্মীদের সংগঠন রিপোর্টার্স ইউনিটি চকরিয়া শাখার সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য, জাতীয় দৈনিক আজকের পত্রিকার চকরিয়া প্রতিনিধি, পেশাদার সাংবাদিক বাপ্পি শাহরিয়ার এর বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ভূমিদস্যূ-বনখেকো ও মামলাবাজ গিয়াস উদ্দিন কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ এবং তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ইউনিটি উখিয়া শাখা নেতৃবৃন্দরা।
সংগঠনের সভাপতি শরিফ আজাদ ও সাধারণ সম্পাদক রফিক মাহমুদ সহ সকল নেতৃবৃন্দরা প্রতিবাদ জানান। তারা বলেন, বাপ্পী শাহরিয়ার একজন পেশাদার গণমাধ্যম কর্মী। তার বিরুদ্ধে পাহাড় ও বন খেকোরা মামলা দিয়ে হয়রানি করা মানে জাতির কাছে সাংবাদিকদের প্রশ্নবৃদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী ও এর তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
এছাড়াও অবিলম্বে এই হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার নেতৃবৃন্দরা। তারে বলেন-দ্রুত সময়ের মধ্যে যদি সাংবাদিক বাপ্পী শাহরীয়ার এর বিরুদ্ধে দায়েরি মিথ্যা মামলা প্রত্যাহার করার না হলে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ওই সাজাপ্রাপ্ত ভূমিদস্য-বনদস্যু ও মামলাবাজ গিয়াস উদ্দিন এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
Discussion about this post