চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ হাজার ৮শত পিস ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে।
বুধবার (১০ মার্চ) দুপুর ২ টার দিকে চকরিয়া পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মহিলার নাম মোসাম্মদ ছকিনা (৩৫)। সে কক্সবাজার সদর হাইম্মার ঘোনা এলাকার মৃত: সামছুল আলমের স্ত্রী বলে জানা গেছে।
চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Discussion about this post