চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশ সদস্যরা অভিযান চালিয় পৌরসভার নতুন বাস টার্মিনাল এলাকা হতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম নূর মোহাম্মদ (২৬), সে চকরিয়া রামপুরা এলাকার ইজ্জত আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানান, গ্রেফতারকৃত মাদককারবারীর হেফাজত হতে ৬ হাজার ৮ শত ১৫ পিস ইয়াবা ও নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Discussion about this post