কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকায় অসহায় দিনমজুর ওমর আলীর বসতবাড়িতে সন্ত্রাসী তান্ডব চালিয়েছে একই এলাকার প্রভাবশালী আকতার কামাল ও তার সন্ত্রাসী পুত্র মোহাম্মদ জিহাদ নেতৃত্বে ৬/৭ স্বশস্ত্র অস্ত্রধারী।
এসময় ঘরে একা থাকা ওমর আলীর স্ত্রী শাহেদ বেগম হামলার কারন জানতে চাইলে সন্ত্রাসীরা তাকে কিল,ঘুষি,লাথি ও ধারালো দা দিয়ে গুরুতর জখমী আঘাত করা হয় এবং তাকে শারিরীকভাবে অমানুষিক নির্যাতনেরও অভিযোগ করেন আহত গৃহবধু শাহেদা বেগম।
গত ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২ টায় খুটাখালীর ইউনিয়নের ২নং ওয়ার্ড়ের দক্ষিণ মেদাকচ্ছপিয়া এলাকার অঙ্গিকার মাঠের বাসিন্দা অসহায় দিনমজুর ওমর আলির বসত বাড়ি জবর-দখল করার জন্য পুরুষ শুণ্য বসতবাড়িতে এলাকার চিহৃিত সন্থাসী, ভুমিদস্যু ও একাধিক মামলার আসামি মৃত আব্দুল গফুরের ছেলে আকতার কামাল ও তার ছেলে জিহাদের নেতৃত্বে বহিরাগত ৪/৫ সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে জানান আহতের ছেলে আনোয়ার।
এ ব্যাপারে চকরিয়া থানায় গত ১৬ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগের সুত্রমতে, এলাকার প্রভাবশালী দখলবাজ আকতার কামাল গং কিছুদিন যাবৎ ভুক্তভোগী ওমর আলির দীর্ঘদিনের ভোগদখলীয় জমি ও বসতবাড়ি জোর করে দখলের পাঁয়তারা করে বিভিন্ন সময় হুমকি-ধমকি ও মামলা-হামলার ভয় দেখিয়ে আসছিল।এর জেরে ওই দিন বাড়িতে পুরুষ মানুষ না থাকার সুযোগে পিতা পুত্র মিলে ওমর আলির বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে। এমনকি ওমর আলির স্ত্রীকে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। তাদের বাড়ি ভাঙচুর করে বাড়ির আলমিরায় থাকা নগদ একলক্ষ টাকা নিয়ে যায় বলেও ভুক্তভোগীর অভিযোগ।
অভিযোগের বিষয়ে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মোঃ তফিকুল আলম জানান,খুটাখালীতে মারামারী সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, বর্ণিত এলাকার অঙ্গিকার মাঠ নামক স্থানে ভুমিহীন হিসেবে ১৯৯১ সাল থেকে ওমর আলিসহ প্রাায় ১৫টি পরিবার বসবাস করে আসছেন। এমনকি পতিত জমিতে তারা ক্ষেতখামারসহ ফলজ,বনজ ও ওষধি গাছের চারা লাগিয়ে বাগানও করেছেন দীর্ঘকাল যাবত।
কিন্তু পার্শ্ববর্তী রেল লাইন আসায় ও-ই জায়গার উপর এলাকার চিহ্নিত ভূমিদস্যু মৃত আব্দুল গফুরের পুত্র আক্তার কামালের লোলুপ দৃষ্টি পড়ে।
ফলে আক্তার কামাল গং ঐ জায়গাটি দখলে নিতে বিভিন্ন সময় হামলা মামলার ভয় দেখায়।
ভুক্তভোগী আহতের স্বামী ওমর আলী জানান, গত তিন মাস আগে স্থানীয় এমপি ও বনবিভাগের বড় কর্তাদের ম্যানেজ করার নাম ভাঙ্গিয়ে কয়েক দফে প্রতারক আকতার কামাল একলক্ষ পয়ষট্টি হাজার টাকা আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত শাহেদা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা গরিব ও অসহায় বলে স্থানীয় প্রভাবশালী গত ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থী ভুমিদস্যু আকতার কামাল নির্বাচনের পর থেকে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের দীর্ঘদিনের বসতবাড়ি জবর দখল করতে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছে। এর জের ধরে আকতার কামাল ও তার ছেলে জিহাদের নেতৃত্বে ৬/৭ জন সন্ত্রাসী এ হামলা চালিয়ে আমাকে মারধরসহ শারিরীক নির্যাতন করেছে।
তিনি আরও বলেন প্রভাবশালী আকতার কামালের রোষানল থেকে পরিত্রাণ পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছি।বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।
অভিযুক্ত আক্তার কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে এগুলো মিথ্যা এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
জীবনের নিরাপত্তাসহ তাদের বসতবাড়ি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা
Discussion about this post