বার্তা পরিবেশক:
কক্সবাজারের চকরিয়ায় আত্মসাৎতের অভিযোগে স্ত্রী ও তার ভাই মোঃ হাবিব উল্লাহসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন স্বামী।
গত ০৬/০৯/২০২১ তারিখ চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মোঃ জাফর এ মামলা করেছেন। মামলা নং সি.আর ৯৯৩/২০২১।
বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চকরিয়া অভিযোগটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন-চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী গ্রামের আবুল কালামের মেয়ে তহুরা বেগম, তার ভাই মোঃ হাবিব উল্লাহসহ অজ্ঞাত ৪/৫জন মুখোশধারী আছে।
জানা যায়, মোঃ জাফরের প্রথম স্ত্রীর মৃত্যুর পর গত ০১/০৬/২০২১ ইং তারিখ তহুরা বেগম এর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবন কিছুদিন সুখে শান্তিতে অতিহবাহিত করার প্রাক্কালে, আমার স্ত্রী তাহার ভাই মোঃ হাবিব উল্লাহ এর বসত ঘরে আসা যাওয়া করিত। আমার স্ত্রীর কাছে আমার জমি বিক্রির ১,৫০,০০০ টাকা ও আমার মৃত স্ত্রীর রক্ষিত আনুঃ ৬০,০০০ জমা রাখি।
গত ২৫/০৮/২১ইং তারিখ আমার স্ত্রী অন্য আসামীদের প্ররোচনায় মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া ৪/৫জন মুখোশধারী হাতে বন্দুক নিয়ে আমার বসত ঘরে জানালা ভাংচুর করে অনাধিকার প্রবেশ করে আমার হাত পা রশি দিয়া বাধিয়া ঘরের এক কোনে আটক করিয়া রাখে।
আমার স্ত্রী পার্শ্ববর্তী রুমে চলিয়া যায়, ওখানে প্রায় ২ঘন্টা অতিবাহিত করার পর তাহারা চলে যায়। আমি চিৎকার করিলে পার্শ্ববর্তী রুম থেকে এসে আমার স্ত্রীর লোক দেখানো মতে হাত ও পায়ের বাধন খুলিয়া দে।
আগত লোকজন কে জানতে চাহিলে একেক সময় একেক ধরনের কথা বার্তা বলিতে থাকে, এক পর্যায়ে ৪ জন ধর্ষণ করিয়া চলে গেছে বলে আমার স্ত্রী আমাকে জানায়।
পরে জানতে পারি আমার জমাকৃত টাকা আত্মসাৎ করার কু-মানসে এই জঘন্যতম ঘটনা পূর্ব পরিকল্পিত ভাবে এঘটনা করিয়াছে।
Discussion about this post