চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম কোতোয়ালী থানা নিউমার্কেট মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ ২জনকে আটক ও ১টি এ্যাম্বুলেন্স জব্দ করেছেন ডিবি পুলিশ সদস্যরা।
এসময় আব্দুল কাদির খান (৪৮) ও মো. রিফাত হোসেন (১৯) নামে ২ ইয়াবা পাচারকারীকে আটক করেছেন। জব্দকৃত এ্যাম্বুলেন্সটি নাম্বার ঢাকা মেট্টো-চ- ০২১০৩০। গত ২৩ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) কামরুল ইসলাম সুমন জানান, নিজস্ব গোয়েন্দা সংবাদে খবর পেয়ে একটি এ্যাম্বুলেন্সকে থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়। এ্যাম্বুলেন্সটিকে জব্দ করা হয়েছে।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Discussion about this post