বিডি দর্পণ ডেস্ক:
ধর্ষণ মামলার সাক্ষীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। তারা হলেন- এ ঘটনার অন্যতম হোতা মো. আলমগীর এবং মাহবুব আলম। শুক্রবার রাতে নগরীর বায়েজীদ থানাধীন ডেবারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার সাক্ষীকে গণধর্ষণের মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তারা গণধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আকবর শাহ থানায় সোপর্দ করা হয়েছে। ’
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে ধর্ষণ মামলায় সাক্ষী দিতে এসে গণধর্ষণের শিকার হন এক নারী। এ ঘটনার পর দেশব্যাপী তোলপাড় হয়। ঘটনার পর গত বছরের ৩০ নভেম্বর ১০ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলা দায়ের করে বাদি। এরপর মামলার ছায়া তদন্ত শুরু করে র্যাব
Discussion about this post