নিজস্ব প্রতিবেদক:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দৈনিক কক্সবাজার সম্পাদক, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজায় শোকার্ত জনতার ঢল নামে।
নামাজে জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য দেন- আশেক উল্লাহ রফিক এমপি, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, সাবেক এমপি আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ।
নামাজে জানাজার পূর্বে মরহুম মোহাম্মদ নুরুল ইসলামকে কক্সবাজার প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শেষে শহরের বৈল্লাপাড়া কবরস্থানে তাকে দাফন হয়।
জানাজায় কক্সবাজার বায়তুশ শরফের মহাপরিচালক আলহাজ্ব এমএম সিরাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী, জেলা যুব লীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি মমতাজ উদ্দিন বাহারিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
জানাজাপূর্ব সভা পরিচালনা করেন কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু তাহের।
জানাজার নামাজে ইমামতি করেন কক্সবাজার বায়তুশ শরফের শিক্ষক মাওলানা মুহাম্মদ শফি।
পরিবারের সদস্যদের মধ্যে মরহুমের বড় জামাতা উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, মেঝ সন্তান কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
Discussion about this post