কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজারের ব্যবসায়ী মুহাম্মদ হাসানকে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মুহাম্মদ হাসান উপজেলার মরিচ্যা বাজার এলাকার মৃত রশিদ আহাম্মদের ছেলে। সে মরিচ্যা ভাই ভাই রেস্টুরেন্টের মালিক।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার মরিচ্যা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মুহাম্মদ হোসেন ঋণের টাকা পরিশোধের জন্য ঋণদাতা ব্যাক্তিকে চেক প্রদান করে। কিন্তু তার ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমান ব্যালেন্স না থাকায় চেকটি বারবার ডিসঅনার হয়। এরপরও ঋণদাতা ব্যক্তি মুহাম্মদ হাসানের সাথে বারবার যোগাযোগ করলেও তিনি ঋণের টাকা পরিশোধ না করে বারবার প্রতারণার আশ্রয় নেন। অবশেষে ঋণদাতা কোন উপায় খুজে না পেয়ে টাকা আদায়ের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকার আদালতে চেক প্রতারণার মামলা করেন।
পরে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে এসআই মহসিনের নেতৃত্বে উখিয়া থানা পুলিশের একটি দল মরিচ্যা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
Discussion about this post