জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা রামু উপজেলা ও ঈদগাহ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
দপ্তরের দায়িত্ব প্রাপ্ত মুহাম্মদ ফায়েজ স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানায় দলটির জেলা শাখা।
আবুল কাসেমকে আহ্বায়ক ও রাসেল করিমকে সদস্য সচিব করে রামু উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে মুর্শেদুর রহমান বিপ্লবকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল আমিনকে সদস্য সচিব করে ঈদগাহ উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জেলা জাসাস’র আহবায়ক নাছির উদ্দিন ও সদস্য সচিব আরাফাত সাইফুল উভয়ের স্বাক্ষরে কমিটি দুটির অনুমোদন দেওয়া হয়। চলমান সরকার বিরোধী আন্দোলনকে আরো বেগবান ও সাংস্কৃতিক আগ্রাসনকে রুখে দেওয়ার লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট কমিটি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
Discussion about this post